পৃষ্ঠাসমূহ

Home

মিডরেঞ্জের এ ফোনটি ৩ জিবি র‌্যামের। ফোনটির বিশেষত্ব হলো কম আলোতেও ভাল ছবি তুলতে সক্ষম। আর ফোনটির রিয়ার ক্যামেরায় রয়েছে মাল্টি-ফ্রেম ডিনয়েজিং প্রযুক্তি
হার্ডওয়্যারঃ
ফোনটিতে ১.৫ গিগাহার্জের অক্টাকোর প্রসেসর রয়েছে। ৩ গিগাবাইট র‌্যামের ফোনটিতে ১৬ গিগাবাইট স্টোরেজ তো রয়েছেই চাইলে আরও ২৫৬ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে বড়ানো যাবে। এটিতে মিডিয়াটেক এমটি ৬৭৫০ চিপসেট ব্যবহৃত হয়েছে। ব্যবহারকারীরা হার্ডওয়ারের দিক থেকে অনেকটা সন্তুষ্ট থাকতে পারেন বলে মনে হয়েছে। গ্রাফিক্স কার্ডেও মালি টি৮৬০ এমপি২ ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড নুগাট ৭.১ অপারেটিং সিস্টেমে চলবে।
ক্যামেরাঃ
‘অপো এ ৭১’ফোনটি সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো রিয়ার ক্যামরোয় ব্যবহার করা হয়েছে মাল্টি-ফ্রেম ডিনয়েজিং প্রযুক্তি। যা খুব আকর্ষণীয়। সেটটির সামনে দিকে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। যা দিয়ে মৃদু আলোতে স্পষ্ট ছবি তোলা যায়। এর ফ্রন্ট
ক্যামেরায় বিউটিফাই ৪.০ ব্যবহার করা হয়েছে । এছাড়াও এর ১৩ মেগা-পিক্সেলের রিয়ার ক্যামেরাও বেশ ভালো ছবি ওঠে। এলইডি ফ্ল্যাশ লাইটসহ ফোনটিতে ক্যামেরার সব আকর্ষণীয় ফিচার রয়েছে। আর ক্যামেরার আরেকট বিশেষ দিক হলো- বিষয় বস্তুকে সঠিক ভাবে ফুটিয়ে তুলতে পারে। আর ফেস ডিকেশন অটোফোকাস, এইচডিআর, প্যানারোমা ফিচারও রয়ে

1 comment:

  1. মিডরেঞ্জের এ ফোনটি ৩ জিবি র‌্যামের। ফোনটির বিশেষত্ব হলো কম আলোতেও ভাল ছবি তুলতে সক্ষম। আর ফোনটির রিয়ার ক্যামেরায় রয়েছে মাল্টি-ফ্রেম ডিনয়েজিং প্রযুক্তি
    হার্ডওয়্যারঃ
    ফোনটিতে ১.৫ গিগাহার্জের অক্টাকোর প্রসেসর রয়েছে। ৩ গিগাবাইট র‌্যামের ফোনটিতে ১৬ গিগাবাইট স্টোরেজ তো রয়েছেই চাইলে আরও ২৫৬ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে বড়ানো যাবে। এটিতে মিডিয়াটেক এমটি ৬৭৫০ চিপসেট ব্যবহৃত হয়েছে। ব্যবহারকারীরা হার্ডওয়ারের দিক থেকে অনেকটা সন্তুষ্ট থাকতে পারেন বলে মনে হয়েছে। গ্রাফিক্স কার্ডেও মালি টি৮৬০ এমপি২ ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড নুগাট ৭.১ অপারেটিং সিস্টেমে চলবে।
    ক্যামেরাঃ
    ‘অপো এ ৭১’ফোনটি সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো রিয়ার ক্যামরোয় ব্যবহার করা হয়েছে মাল্টি-ফ্রেম ডিনয়েজিং প্রযুক্তি। যা খুব আকর্ষণীয়। সেটটির সামনে দিকে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। যা দিয়ে মৃদু আলোতে স্পষ্ট ছবি তোলা যায়। এর ফ্রন্ট
    ক্যামেরায় বিউটিফাই ৪.০ ব্যবহার করা হয়েছেগিগাবাইট র‌্যামের ফোনটিতে । এছাড়াও এর ১৩ মেগা-পিক্সেলের রিয়ার ক্যামেরাও বেশ ভালো ছবি ওঠে। এলইডি ফ্ল্যাশ লাইটসহ ফোনটিতে ক্যামেরার সব আকর্ষণীয় ফিচার রয়েছে। আর ক্যামেরার আরেকট বিশেষ দিক হলো- বিষয় বস্তুকে সঠিক ভাবে ফুটিয়ে তুলতে পারে। আর ফেস ডিকেশন অটোফোকাস, এইচডিআর, প্যানারোমা ফিচারও রয়ে


    Email This
    BlogThis!
    Share to Twitter
    Share to Facebook
    Share to Pinterest

    ReplyDelete