পৃষ্ঠাসমূহ

Sunday 22 October 2017

Oppo Camera Phones (October 2017 ..)

তথ্যপ্রযুক্তি ডেস্ক, টেকজুম ডটটিভি

// ‘অপো এফ ৫’ নামের নতুন একটি দুই সেলফি ক্যামেরার ফোন আনছে চীনা ব্র্যান্ড অপো। ফোনটি তথ্যপ্রযুক্তি ডেস্ক, টেকজুম ডটটিভি চলতি মাসের ২৬ অক্টোবর বাজারে আসবে। ইতোমধ্যে ফোনটির প্রমোশনাল ভিডিও ছাড়া হয়েছে। ফোনটির বিশেষত্ব হলো ফোনটির সামনে রয়েছে দুটি সেলফি ক্যামেরা এবং ফুল স্ক্রিন ডিসপ্লে।
জানা যায়, এটি হলো অপোর নেক্সট জেনারেশন এফ সিরিজের ফোন ‘এফ ভাইভ’। সম্প্রতি ফিলিপাইনের একটি ইভেন্টে তাদের এই ফোনটির আত্মপ্রকাশ করানো হয়েছে। প্রথমিক ভাবে এটি ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপাইন ও থাইল্যান্ডে পাওয়া যাবে।
ফোনটির সব তথ্য জানা যায়নি। তবে ফোনটিতে আছে ফুল স্ক্রিন ডিজাইন যার অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। অবশ্য এটাই এখনকার ট্
এছাড়াও রিয়ারে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সিঙ্গেল রিয়ার ক্যামেরা এবং সেলফি বেসড ফোন হওয়ার কারণে থাকছে ডুয়াল ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও এর ৬ ইঞ্চির এফএইচডি প্লাস ডিসপ্লে। রিয়ার ক্যামেরা ২০ মেগাপিক্সেলের, সঙ্গে এলইডি ফ্ল্যাশ। ফ্রন্টে ১২ আর ১৬ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা। থাকছে বুকে এফেক্টসহ আরও অনেক কিছু।
ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬২৫, স্ন্যাপড্রাগন ৬৩০ কিংবা স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট ব্যবহার করা হতে পারে। ফোনটি হবে ৪ কিংবা ৬ জিবি র‌্যামের। এতে ৬৪ জিবির মেমোরি থা

Oppo Backgrounde is Black

oppo-information

মিডরেঞ্জের এ ফোনটি ৩ জিবি র‌্যামের

। ফোনটির বিশেষত্ব হলো কম আলোতেও ভাল ছবি তুলতে সক্ষম। আর ফোনটির রিয়ার ক্যামেরায় রয়েছে মাল্টি-ফ্রেম ডিনয়েজিং প্রযুক্তি
হার্ডওয়্যারঃ
ফোনটিতে ১.৫ গিগাহার্জের অক্টাকোর প্রসেসর রয়েছে। ৩ গিগাবাইট র‌্যামের ফোনটিতে ১৬ গিগাবাইট স্টোরেজ তো রয়েছেই চাইলে আরও ২৫৬ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে বড়ানো যাবে। এটিতে মিডিয়াটেক এমটি ৬৭৫০ চিপসেট ব্যবহৃত হয়েছে। ব্যবহারকারীরা হার্ডওয়ারের দিক থেকে অনেকটা সন্তুষ্ট থাকতে পারেন বলে মনে হয়েছে। গ্রাফিক্স কার্ডেও মালি টি৮৬০ এমপি২ ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড নুগাট ৭.১ অপারেটিং সিস্টেমে চলবে।
ক্যামেরাঃ
‘অপো এ ৭১’ফোনটি সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো রিয়ার ক্যামরোয় ব্যবহার করা হয়েছে মাল্টি-ফ্রেম ডিনয়েজিং প্রযুক্তি। যা খুব আকর্ষণীয়। সেটটির সামনে দিকে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। যা দিয়ে মৃদু আলোতে স্পষ্ট ছবি তোলা যায়। এর ফ্রন্ট
ক্যামেরায় বিউটিফাই ৪.০ ব্যবহার করা হয়েছে । এছাড়াও এর ১৩ মেগা-পিক্সেলের রিয়ার ক্যামেরাও বেশ ভালো ছবি ওঠে। এলইডি ফ্ল্যাশ লাইটসহ ফোনটিতে ক্যামেরার সব আকর্ষণীয় ফিচার রয়েছে। আর ক্যামেরার আরেকট বিশেষ দিক হলো- বিষয় বস্তুকে সঠিক ভাবে ফুটিয়ে তুলতে পারে। আর ফেস ডিকেশন অটোফোকাস, এইচডিআর, প্যানারোমা ফিচারও রয়েছে।

4G Handset Bundle offer

Handset-Bundle-offerগ্রাহকদের হাতের নাগালে ফোরজি

স্মার্টফোন নিয়ে আসার লক্ষ্যে মোবাইল

ব্র্যান্ড অপোর সঙ্গে সম্প্রতি একটি ক্যাম্পেইন চালু করে মোবাইল ফোন অপারেটর রবি। সেলফি এক্সপার্টের সঙ্গে উপভোগ করুন ২৩ জিবি ডাটা শীর্ষক এই ক্যাম্পেইনে রবি ও এয়ারটেলের গ্রাহকরা অপো এ থার্টি সেভেন, এ ফিফটি সেভেন, এফ ওয়ান এস (রেগুলার ও নিউ) মডেলের মধ্য থেকে পছন্দমতো ফোরজি স্মার্ট ফোন কিনতে পারবেন।
পাশাপাশি সার্ভিসিং সেবাও পাবেন তাঁরা। অপো ফোরজি স্মার্টফোনে থাকছে ৫ থেকে ৫ দশমিক ৫ ইঞ্চির স্কিন, ১২৮ থেকে ২৫৬ জিবি পর্যন্ত মেমরি, ২,৬৩০ থেকে ৩,০৭০ এমএএইচ ব্যাটারি, ৫ থেকে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ৮ থেকে ১৬ মেগা পিক্সেলের রিয়ার ক্যামেরা। সর্বনিম্ন ১৩ হাজার ৫০০ টাকায় শুরু হয়েছে এসব ফোরজি স্মার্টফোনের দাম। উল্লিখিত যেকোনো একটি বান্ডেল কিনলে ১৫ দিনের জন্য পাওয়া যাবে ৩ জিবি ডাটা।
ফোরজির এই ব্যান্ডেল কিনলে রবি ও এয়ারটেল গ্রাহকরা মাত্র ১৮৩ টাকায় ১৫ দিন মেয়াদের ২ জিবি ডাটা প্যাকও উপভোগ করতে পারবেন এবং *১২৩*৪৪৫# কোডটি (ইউএসএসডি) ডায়াল করে পাবেন অতিরিক্তি ২জিবি ডাটা। বিভিন্ন মডেলের অপোর ফোন কেনা একজন গ্রাহক তিন মাসে সর্বোচ্চ ১০ বার বিশেষ দামের এই ফোরজি ডাটা প্যাক কিনতে পারবেন।

Free - latest version of oppo phone

new version of oppo smart phone
ক্যাপশন যোগ করুন

বাংলাদেশে পাওয়া যাচ্ছে(/h1) ৫০ MP ক্যমেরা সেন্সর বিশিষ্ট ‘অপো ফাইন্ড ৭


চীনা মোবাইল ফোন নির্মাতাপ্রতিষ্ঠান অপো বাংলাদেশের বাজারে বিক্রি শুরু করেছে ‘অপো ফাইন্ড ৭’ নামের ফ্ল্যাগশিপ স্মার্টফোন। প্রযুক্তি বিশ্লেষকদের চোখে এই স্মার্টফোনটির তিনটি বিশেষ গুণ রয়েছে। এতে রয়েছে উন্নত ডিসপ্লে, দ্রুতগতিতে চার্জ দেওয়ার সুবিধা আর শক্তিশালী হার্ডওয়্যার।
বিশেষ কী আছে এই স্মার্টফোনে? অপোর কর্মকর্তারা জানিয়েছেন, ‘ফোরজি নেটওয়ার্ক সুবিধার স্মার্টফোনটিতে রয়েছে সাড়ে পাঁচ ইঞ্চি মাপের সাধারণ এইচডির চেয়েও দ্বিগুণ রেজুলেশনের ডিসপ্লে। অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনটির ক্যামেরার কথা আলাদা করে বলতেই হবে। এর সুপার জুম মোডে ৫০ মেগাপিক্সেল মানের ছবি পাওয়া যায়। স্ন্যাপড্রাগন প্রসেসরচালিত স্মার্টফোনটির র‌্যামই তিন গিগাবাইট। এ ছাড়া তিন হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোনটিতে ভিওওসি চার্জার রয়েছে যাতে দ্রুত চার্জ দেওয়া যায়।’
অপো ফাইন্ড ৭-এর ফিচার
প্রযুক্তি বিশ্লেষকদের চোখে অপো ফাইন্ড ৭ স্মার্টফোনটির বিশেষত্ব হচ্ছে এর নকশা। ২০১৪ সালের মার্চে এই স্মার্টফোনটি বাজারে আনার ঘোষণা দেওয়ার পর থেকে অ্যালুমিনিয়াম অ্যালয় কাঠামোর স্মার্টফোনটির নকশা নজর কেড়েছে। ১৭১ গ্রাম ওজনের হালকা-পাতলা স্মার্টফোনটির বিশেষত্ব রয়েছে ডিসপ্লেতেও। ১৪৪০ বাই ২৫৬০ পিক্সেলের কোয়াড এইচডি রেজুলেশন সমৃদ্ধ সাড়ে পাঁচ ইঞ্চির আইপিএস প্যানেলে দারুণভাবে রং ফুটে ওঠে বলে এতে চমৎকার ভিডিও উপভোগ করা যায়। বর্তমানে বাজারে থাকা ১৯২০ বাই ১০৮০ পিক্সেলের যা অনেক বেশি। স্মার্টফোনটির পেছনের ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের হলেও এতে বিশেষ মোডে ৫০ মেগাপিক্সেলের ছবি
best service


২.বর্তমান ভার্শন নিয়ে সন্তুষ্ট থাকা