তথ্যপ্রযুক্তি ডেস্ক, টেকজুম ডটটিভি
// ‘অপো এফ ৫’ নামের নতুন একটি দুই সেলফি ক্যামেরার ফোন আনছে চীনা ব্র্যান্ড অপো। ফোনটি তথ্যপ্রযুক্তি ডেস্ক, টেকজুম ডটটিভি চলতি মাসের ২৬ অক্টোবর বাজারে আসবে। ইতোমধ্যে ফোনটির প্রমোশনাল ভিডিও ছাড়া হয়েছে। ফোনটির বিশেষত্ব হলো ফোনটির সামনে রয়েছে দুটি সেলফি ক্যামেরা এবং ফুল স্ক্রিন ডিসপ্লে।
জানা যায়, এটি হলো অপোর নেক্সট জেনারেশন এফ সিরিজের ফোন ‘এফ ভাইভ’। সম্প্রতি ফিলিপাইনের একটি ইভেন্টে তাদের এই ফোনটির আত্মপ্রকাশ করানো হয়েছে। প্রথমিক ভাবে এটি ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপাইন ও থাইল্যান্ডে পাওয়া যাবে।
ফোনটির সব তথ্য জানা যায়নি। তবে ফোনটিতে আছে ফুল স্ক্রিন ডিজাইন যার অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। অবশ্য এটাই এখনকার ট্
এছাড়াও রিয়ারে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সিঙ্গেল রিয়ার ক্যামেরা এবং সেলফি বেসড ফোন হওয়ার কারণে থাকছে ডুয়াল ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও এর ৬ ইঞ্চির এফএইচডি প্লাস ডিসপ্লে। রিয়ার ক্যামেরা ২০ মেগাপিক্সেলের, সঙ্গে এলইডি ফ্ল্যাশ। ফ্রন্টে ১২ আর ১৬ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা। থাকছে বুকে এফেক্টসহ আরও অনেক কিছু।
ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬২৫, স্ন্যাপড্রাগন ৬৩০ কিংবা স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট ব্যবহার করা হতে পারে। ফোনটি হবে ৪ কিংবা ৬ জিবি র্যামের। এতে ৬৪ জিবির মেমোরি থা